ফ্রিতে ব্যক্তিগত ব্লগ ওয়েবসাইট তৈরি করার বিস্তারিত উপায়

ফ্রিতে ওয়েবসাইট বানানো যায় কি?হুম, অবশ্যই ফ্রিতে ব্লগারের মাধ্যমে খুব সহজেই ওয়েবসাইট তৈরি করা যায়। সাথে ওয়েবসাইট থেকে উপার্জন করা যায় গুগল এডসেন্সের মাধ্যমে। ব্লগার খুবই জনপ্রিয় একটি মাধ্যম এখানে সবকিছু বিনামূল্য ব্যবহার করতে পারবেন এর জন্য আপনাকে কোন মূল্য দিতে হবে না।

ব্লগার কি?

ব্লগার হলো গুগলের একটি ব্লগিং সি.এম.এস প্লাটফর্ম। এটা সম্পূর্ণ ফ্রি একটি সাইট। এটি আপনাকে আনলিমিটেড ফ্রি ব্লগ তৈরির সুযোগ দেয়। এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে আপনি ওয়েবসাইট তৈরি করতে পারবেন। এজন্য আপনাকে কোন মূল্য দিতে হবে না। আপনি সম্পূর্ণ ফ্রিতেই এটা উপভোগ করতে পারবেন।

কেন ব্লগার ব্যবহার করবেন?

প্রথমত ব্লগার সম্পূর্ণ ফ্রি একটি প্ল্যাটফর্ম। আর এটার সিকিউরিটির সম্পূর্ণ দায়িত্ব গুগলের আপনি নিশ্চিন্তে ব্লগিং করতে পারবেন সিকিউরিটি নিয়ে কোন চিন্তা করতে হবে না আপনাকে। আর আরেকটা বিষয় হচ্ছে ব্লগার এ কোন পোস্টিং চার্জ নেই তাই এখানে আপনাকে কোন অর্থ ব্যয় করতে হবে না। আপনি সম্পূর্ণ ফ্রিতে ব্লগারের সমস্ত সার্ভিস গুলো উপভোগ করতে পারবেন।

যেভাবে ব্লগার লগইন করবেন


ব্লগার একটি গুগলের প্ল্যাটফর্ম এখানে লগইন করার জন্য জিমেইল অ্যাকাউন্ট প্রয়োজন। খুব সহজে জিমেইলের মাধ্যমে লগ ইন করতে পারবেন।

উপরের স্ক্রিনশট কে অনুসরণ করুন। প্রথমে Sign in বাটন টিতে ক্লিক করুন। এরপর আপনার জিমেইল একাউন্ট সিলেক্ট করুন। তারপর create a blog এ ক্লিক করুন ।

যেভাবে নতুন ব্লগ তৈরি করবেন

ব্লগার ওয়েবসাইট তৈরীর সম্পূর্ণ নিয়ম নিচে দেওয়া হলো: create a blog ক্লিক করার পর নতুন একটি ইন্টারফেস আসবে এখানে প্রথমে আপনার ব্লগার ওয়েবসাইটের নামটি দিন। নিচে স্ক্রিনশটের মাধ্যমে দেখিয়ে দেয়া হলো কিভাবে আপনার ব্লগার ওয়েবসাইটের নাম দিবেন।

আপনার পছন্দের নাম দেওয়ার পর Next বাটন টিতে ক্লিক করুন।

এখন আপনি প্রথমে যে নামটি দিয়েছিলেন ওটার মত করে এখানে ব্লগের এড্রেসটি দিন। এরপর save বাটনটিতে ক্লিক করুন। আপনার ব্লগার ওয়েবসাইটটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে।

ব্লগার থিম পরিবর্তনের নিয়ম

আমরা ব্লগার থিম কেন পরিবর্তন করব? এর প্রধান কারণটা হচ্ছে ব্লগার ওয়েবসাইট  সুন্দর করে সাজানো জন্য থিম পরিবর্তন অত্যন্ত জরুরি। 

এখানে theme বাটনটিতে ক্লিক করুন।

এখানে আপনার পছন্দমত একটা থিম বেছে নিন অথবা আপনার কাছে কোন থিম থাকলে আপলোড করে নিন। আমি এই থিম বেছে নিলাম। থিম বেছে নেওয়ার পর apply এ ক্লিক করুন। বেশ আপনার থিমটা পরিবর্তন হয়ে যাবে।

আমি যে থিমটা বেছে নিলাম এটা দেখতে এরকম। আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন।

ব্লগার পোস্ট প্রকাশ করার নিয়ম

ব্লগারের হোমপেজে আসার পর নিচের দিকে + বাটন ক্লিক করুন

এরপর এখানে আপনার লেখা প্রকাশ করতে পারবেন।

পোস্ট করতে, প্রথমে একটি টাইটেল সিলেক্ট করুন। আপনি যে বিষয়ে লিখতে চাইতেছেন এটা টাইটেলে দিন এরপর নিচে আপনার পোস্টের বর্ণনা লিখুন এবং সর্বশেষ আপনার পোস্টটি প্রকাশ করুন।

1 thought on “ফ্রিতে ব্যক্তিগত ব্লগ ওয়েবসাইট তৈরি করার বিস্তারিত উপায়”

Comments are closed.

Scroll to Top